দক্ষিণ সুনামগঞ্জে মদ ও গাজাসহ গ্রেপ্তার ১
প্রকাশিত হয়েছে : ৩:৩২:০৬,অপরাহ্ন ১৭ জুলাই ২০১৪
সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অফিসার চয়েস মদ ও গাজাসহ মো.আব্দুল হোসেন ওরফে আবুল হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সে দক্ষিন সুনামগঞ্জ থানার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া নোয়াগাঁও গ্রামের মৃত হারুন রশিদের পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে ১০টায়, উপজেলার আক্তাপাড়া মিনা বাজার এলাকায় ২০ পুড়িয়া গাজা ও ২ বোতল অফিসার চয়েস মদ সহ দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সেকেন্ড অফিসার জয়নাল আবেদীনের নেতৃত্বে সংগীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিকে তাকে আটক করা হয়। তাহার বিরুদ্ধে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাহার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ আল আমিন আটকের বিষয়ে সত্যতা স্বীকার করেন।