দক্ষিণ সুনামগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে পিকআপ খাদে : ড্রাইভার গুরুতর আহত
প্রকাশিত হয়েছে : ২:২৭:০৪,অপরাহ্ন ২৪ জুন ২০১৫
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে পিক-আপ খাদে পড়ে ড্রাইভার গুরুতর আহত হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে মঙ্গলবার রাত সাড়ে নয়টায় সুনামগঞ্জগামী পিক-আপ (সিলেট ন-১১-০৪০৭) নিয়ন্ত্রন হারিয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সিলেট সুনামগঞ্জ মহাসড়কের আস্তমা রাস্তার পশ্চিমে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।
তখন ড্রাইভার রিয়াজ উদ্দিন (৩৫) গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পিক-আপটি জয়কলস হাইওয়ে পুলিশ আটক করেছে। জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সফিকুল ইসলাম এ প্রতিবেদককে দুর্ঘটনার সত্যতা স্বীকার করেন।