দক্ষিণ সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু, আহত ৩০
প্রকাশিত হয়েছে : ১:৪৬:০০,অপরাহ্ন ২২ জুন ২০১৫
দক্ষিণ সুনামগঞ্জ সংবাদদাতা::
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বসিয়াখাউরি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আরজু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ৩০ জন। সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের সিলেট ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বসিয়াখাউরি গ্রামের আরজু মিয়া ও একই গ্রামের মোশাহিদ খানের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।
সোমবার বিকেল ৪টার দিকে গ্রামের মসজিদের টাকা নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধে সংঘর্ষ শুরু হয়। এতে আরজু মিয়াসহ ৩০ জন আহত হয়। গুরুতর আহত আরজু মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।