দক্ষিণ সুনামগঞ্জে ট্রাক চাপায় পথচারী নিহত
প্রকাশিত হয়েছে : ১০:২৯:৫০,অপরাহ্ন ১৭ জুলাই ২০১৪
সুনামগঞ্জ প্রতিনিধি ::
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উজানীগাঁও পয়েন্ট এলাকায় সড়ক ট্রাক চাপায় মো.জুয়েল মিয়া (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাজ গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় সিলেট সুনামগঞ্জ মহা সড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উজানীগাঁও পয়েন্টে সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি মালবাহী ট্রাক সিলেট-ট-১১-০৪৩৭ ঘটনাস্থলে পৌছলে রাস্তা পারাপারের সময় মো.জুয়েল মিয়া চাপা দেয়। এতে সে মারাত্মক আহত হয়। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
তাৎক্ষনিক খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ পালিয়ে যাওয়া ট্রাক সহ চালক মো. ছমির উদ্দিন(৪০)কে আটক করে। সে সিলেট জেলাধীন বিশ্বনাথ উপজেলার লামাকাজী লালারগাঁও গ্রামের বাসিন্দা।
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই রিমন খান লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দক্ষিণ সুনামঘঞ্জ থানায় আটক রয়েছে।
এ ব্যাপারে জয়কলস হাঁইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো.শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।