তৃতীয়দিনের মত খালেদা জিয়ার বাসার সামনে পুলিশী বেষ্টনি
প্রকাশিত হয়েছে : ৬:০৮:৪৬,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে তৃতীয়দিনেও রাখা হয়েছে পুলিশ বেষ্টনি।
সোমবার রাতে নিরাপত্তা কিছুটা শিথিল করা হলেও মঙ্গলবার সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সাথে অবরুদ্ধ হয়েই থাকলেন খালেদা জিয়া।
জানা গেছে, সকাল থেকে এখানকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করার জন্য শুধু কার্যালয়ের এলাকাতেই ২০০ পুলিশ মোতায়েন করা হয়েছে, যা রাতের তুলনায় বেশি।
এছাড়া, কার্যালয়ের চারপাশে সোমবার রাতের তুলনায় পুলিশের গাড়ির সংখ্যাও বেড়েছে। জলকামানের গাড়িটি রাতে কার্যালয় থেকে দূরে সরানো হলেও আবার ঠিক মূল ফটকের পাশেই আনা হয়েছে। কার্যালয়ের পাশ দিয়ে গুলশান লেকের যে রাস্তাটি রয়েছে, সেখানেও পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত রাত ১২টা থেকেই কার্যালয়ের ভেতরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মূল ফটকে এখনো তালা ঝুলছে। সব মিলিয়ে নিজ কার্যালয়ে তৃতীয় দিনের মতো অবরুদ্ধ রয়েছেন খালেদা।
এদিকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব গতকাল সোমবার থেকে অবরুদ্ধ রয়েছেন জাতীয় প্রেসক্লাবে। তিনি অবশ্য সেখান থেকে বের হবার চেষ্টা করছেন।