তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রকাশিত হয়েছে : ৯:৩৩:৫২,অপরাহ্ন ১৩ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বঙ্গবন্ধুকে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মানহানির মামলায় ড. তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিনের আদালত মঙ্গলবার এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার বাদী ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানি জানান, গত ৩০ নভেম্বর লন্ডনে এক বক্তৃতায় বাংলাদেশের সংবিধান, স্থপতি ও তার পরিবারের সদস্যদের নিয়ে কটূক্তি করেন ড. তুহিন মালিক।
তিনি জানান, তুহিন মালিক সংবিধানকে ‘বঙ্গবন্ধু ও তার পরিবারের গানা-বাজানা’ বলার মতো ঔদ্বত্ত্য দেখিয়েছেন। এছাড়া তিনি বলেছেন, কিসের সংবিধান কিসের কি? সব ভেসে যাবে।
এর আগে, গত ১০ ডিসেম্বর আদালত তার বিরুদ্ধে সমন জারি করে। এবং একই সঙ্গে ১৩ জানুয়ারি তুহিন মালিককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।