তিস্তা সমস্যা সমাধানের আশ্বাস
প্রকাশিত হয়েছে : ১১:১১:১১,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বাংলাদেশ ও ভারতের সমস্যা বিবেচনা করে তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান করা হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন সফররত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বলেছেন, তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়ে সবসময় ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করবেন।
আর, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ভারতের সংসদের (লোকসভা) অধিবেশনে সীমান্ত চুক্তি অনুমোদন হয়ে যাবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্থ করেছেন সফররত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে তার সঙ্গে একান্ত সাক্ষাতে মমতা এ আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর সাখে বৈঠকের পরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিকদের বৈঠকের বিষয় নিয়ে ব্রিফ করেন।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, বৈঠকে মমতা বলেছেন, আমি তিস্তার ব্যাপারটি জানি। আমি বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশ আমারও দেশ। আমরা পরস্পরের স্বার্থ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে থাকি এবং স্বার্থসংরক্ষণের চেষ্টা করি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এলেও মমতার এই সফরে তিস্তা চুক্তি ও স্থল সীমান্ত চুক্তির জট খোলার আশা করে আসছে বাংলাদেশ।
এর আগে, গণভবনে মধ্যাহ্ন ভোজেও অংশ নেন মমতা। বেলা সোয়া ২টার দিকে তিনি গণভবন থেকে বের হয়ে যান।