তিন জেএমবি সদস্য গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৬:৩৬:৩৭,অপরাহ্ন ০১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
রাজধানীতে অভিযান চালিয়ে তিন জেএমবির (জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ) সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডবি)।
রবিবার রাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
বিষয়টি ঢাকা প্রতিদিনকে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান।
তিনি জানান, এ ব্যাপারে ডিএমপির মিডিয়া সেন্টারে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।