তিতাস গ্যাসের এমডি নওশাদের দুর্নীতি অনুসন্ধানে দুদক
প্রকাশিত হয়েছে : ১১:১৫:৪৭,অপরাহ্ন ০৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: তিতাস গ্যাসের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নওশাদ ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি,অবৈধভাবে কয়েকশত কিলোমিটার গ্যাস লাইন এবং লোপাটের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জানা যায়, তিতাসের এমডি নওশাদ ইসলামরে বিরুদ্ধে বিপুল পরিমান অবৈধ সম্পদ অর্জন করেছেন। তিনি তিতাস গ্যাস কোম্পানীকে কোটি কোটি টাকার লোপাট,অবৈধভাবে গ্যাস লাইন সংযোগের মহোৎসব এবং দুর্নীতিবাজদের আখঁড়ায় পরিনত করেছেন বলে অভিযোগ রয়েছে দুদকে।
দুদক সূত্র মতে, গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে তিতাস গ্যাসের এমডি নওশাদ ইসলামের দুর্নীতি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য দুদকের উপ পরিচালক মো. জুলফিকার আলীকে দায়িত্ব দেয়া হয়। দুদকের এ কর্মকর্তা ইতোমধ্যে প্রাপ্ত অভিযোগ অনুসন্ধান শুরু করেছেন বলে জানা যায়।
দুদক সূত্র মতে, দুদকের যাচাই-বাছাই কমিটি গত বছর ২৬ নভেম্বর স্মারক নং-দুদক/অভি:যাচাই- বাছাই/ ৬২৪-২০১৪/৩৪৭২৮ এর বরাদ দিয়ে তিতাসের এমডি নওশাদ ইসলামরে বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের বিধিমালা ২০০৭ অনুসরন করে অভিযোগগুলো অনুসন্ধান করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।