তাহিরপুরে ৭টি ঠেলাগাড়িসহ ৪ টন কয়লা ও মদ আটক
প্রকাশিত হয়েছে : ১২:২৮:৫৪,অপরাহ্ন ২৯ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ৭টি ঠেলাগাড়িসহ ৪টন চোরাই কয়লা ও ৯৩বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডে মদ আটক করেছে বিজিবি। আটককৃত ঠেলাগাড়িসহ কয়লার মূল্য ২লক্ষ টাকা ও মদের মূল্য ১লক্ষ ৩৯হাজার ৫শত টাকা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭টি ঠেলাগাড়িসহ ৪টন অবৈধ কয়লা ও লাউড়েরগড় সীমান্তের বারেকটিলা দিয়ে সকালে মদ পাঁচারের সময় ৯৩বোতল মদ আটক করা হয়।
এসময় বিজিবির উপস্থিতি টেরপেয়ে চোরাচালানীরা পালিয়ে যায়। সুনামগঞ্জ ৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন বলেন-সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালানসহ যেকোন ধরনের অপতৎপরতা প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।