তাহিরপুরে ৩ মাদকসেবীর কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ৬:২৫:৩৭,অপরাহ্ন ০৭ মে ২০১৫
নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তিন মাদকসেবীর প্রত্যেককে পাঁচ মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার প্রভাংশু মহান সোম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- তাহিরপুর উপজেলার উজান তাহিরপুর গ্রামের মৃত মনসুর উদ্দিনের ছেলে ফরিদ উদ্দিন (৪০), একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে সুফল মিয়া (২৭) ও সুর্য্যরেগাঁও গ্রামের মৃত সুনীল কুমার দাসের ছেলে সুজিত কুমার দাস (৩০)।
পুলিশ জানায়, রাত ১০টার দিকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তার পাশে ফরিদ মিয়ার বাড়ির সামনে বসে ফরিদ উদ্দিন, সুফল মিয়া ও সুজিত কুমার গাঁজা সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা পুলিশ সেখানে গিয়ে তাদের আটক করে।
পরে আটক ব্যক্তিদের গাঁজা ও গাঁজা সেবন করার সরঞ্জামসহ ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রভাংশু মহান সোমের আদালতে হাজির করা হয়। এ সময় বিচারক তাদের প্রত্যেককে পাঁচ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) পবিত্র কুমার সিনহা বিষয়টি নিশ্চিত করেন।