তাহিরপুরে বজ্রপাতে ২জনের মৃত্যু : মহিলাসহ আহত ১০
প্রকাশিত হয়েছে : ১২:২০:৫২,অপরাহ্ন ২৮ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: সুনামগঞ্জ জেলার তাহিরপুরে বজ্রপাতে শিশুসহ ২জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় মহিলাসহ আহত হয়েছে আরো ১০জন। নিহতরা হলেন-উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম টিলা গ্রামের আব্দুল বারেকের ছেলে শাহ জালাল(৪৫) ও পুরানঘাট গ্রামের চান মিয়ার ছেলে সিরাজুল ইসলাম(১৩)। আহতরা হলেন-শ্রমিক দিলোয়ারা বেগম (৩২),শাহিনুর মিয়া(২০), জালাল উদ্দিন(২৪), দিলু মিয়া(৩৫), রুবেল মিয়া (২০), মোছাব্বির আলম(১০), সোলাইমান হোসেন(১৫)সহ মোট ১০জন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি গটেছে শনিবার দুপুর ১২টায়। পুলিশ ও স্থানীয়রা জানায়,বাড়ির পার্শ্ববর্তী মাঠ থেকে গরু আনতে গিয়ে শাহ জালাল বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে যাদুকাটার নদীতে বালি-পাথর উত্তোলনের সময় বজ্র পড়লে শিশু সিরাজুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়।
এসময় এক মহিলা শ্রমিকসহ ১০জন আহত হয়। তাহিরপুর থানার ওসি শহিদুল্লাহ এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।