তালায় ভূমিদস্যুর হামলায় স্বামী-স্ত্রী সহ আহত-৪
প্রকাশিত হয়েছে : ৯:৩৬:৫২,অপরাহ্ন ২৭ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
সাতক্ষীরা তালার খেশরা গ্রামে ভূমিদস্যুদের হামলায় হতদরিদ্র স্বামী-স্ত্রী সহ একই পরিবারের ৪ জন নারী আহত হয়েছে। আহতদের মধ্যে ৩জনকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনাটি ঘটেছে গত বুধবার সকালে খেশরা বিলে অবস্থিত সরকারি খাস জমির উপর। ভূমিদস্যুদের হামলায় আহত খেশরা গ্রামের সূধীর দাশের পুত্র হতদরিদ্র বিধান দাশ (৩৫) জানান, খেশরা বিলে অবস্থিত সরকারি খাস জমি তাঁরা দীর্ঘদিন ধরে চাষ করে আসছিল। বুধবার সকালে সূধীর দাশ সহ তাঁর স্ত্রী কাঞ্চন বালা দাশ, বৌদি কল্পনা দাশ এবং বৃদ্ধা মা ময়না দাশ উক্ত জমি চাষ করতে গেলে, একই গ্রামের ভূমিদস্যু রহমান গাজী, তাঁর পুত্র কামরুল গাজী ও একই গ্রামের মিয়াজান গাজী পুত্র জহির উদ্দীন গাজীর নেতৃত্বে ২০/২২ জন দূর্বত্তরা তাদের উপর হামলা করে। হামলায় গুরুতর আহত বিধান দাশ, তাঁর স্ত্রী কাঞ্চন দাশ এবং বৌদি কল্পনা দাশকে ওইদিন তালা হাসপাতালে ভর্তি করা হয়। এব্যপারে তালা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।