তারেক রহমানের ৫০তম জন্মদিন উযাপন করেছে ইতালির বেরগামো বিএনপি
প্রকাশিত হয়েছে : ৯:৩০:৫০,অপরাহ্ন ২৬ নভেম্বর ২০১৪
নাজমুল হোসেন, মিলান থেকে: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেরগামো ইতালী শাখার উদ্দ্যেগে তারেক রহমানের ৫০তম জন্মদিন পালন করেছে। স্থানীয় একটি হলরুমে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে বেরগামো
বিএনপির সভাপতি সফিকুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও চঞ্চল খাঁনের পরিচালনায় সভায় বক্তব রাখেন সাধারণ সম্পাদক জামান কবির, সিনিয়র সহসভাপতি আহাম্মেদ ইকবাল, বীরমুক্তিযোদ্বা শাহাজান সিরাজী,লিটন হুসাইন,ঈদ্রিস ঢালী প্রমুখ। সভায় বক্তারা বলেন, শেখ হাসিনা ৫ নির্বাচনের মাধ্যমে তিনি এখন অবৈধ প্রধানমনন্ত্রী হিসাবে ক্ষমতায়।এই অবৈধ সরকার বাংলাদেশ এখন আবার বাকশাল কায়েম করেছে।এ বাকশালের পতনের আন্দোলনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই সরকার যেন গনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তত্তাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুসংহত করতে পারে। আরো দোয়া করা হয়, মহান আল্লাহ যেন এই সরকারকে সুমতি দান করেন, যাতে মহান স্বাধীনতার ঘোষক, ৭ই নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের মহা-নায়ক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী বিএনপির চেয়াপারসন, তিন বারের প্রধান মন্ত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াসহ তার দুই ছেলে ও অন্যান্যদের বিরুদ্ধে দায়েরকৃত মিত্যা মামলা তুলে নিয়ে জনগনের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে। দেশের সাধারন জনগনের সুখ, সম্মৃদ্ধি ও সার্বিক কল্যাণে কাজ করতে পারেন।
আলোচনা সভা শেষে আনন্দ উত্সবের মধ্য দিয়ে তারেক রহমানের জয়গান গেয়ে তার সুস্থতা কামনা করে জন্মদিনের কেক কাটা হয়। সভায় উপস্থিত ছিলেন বেরগামো বিএনপির সকল নেতৃবৃন্দ।