তারেক জিয়ার পিএস অপুর জামিন স্থগিত
প্রকাশিত হয়েছে : ৯:২২:০৩,অপরাহ্ন ১০ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: চাদা দবির দায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব (পিএস) মিয়া নুর উদ্দিন ওরফে অপুর বিরুদ্ধে গুলশান থানায় দায়ের করা মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি মোজোম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।
মিয়া নুর উদ্দিন অপুর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
এর আগে ২০০৭ সালের পহেলা জুন ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ এনে গুলশান থানায় মামলা দায়ের করেন ব্যবসায়ী আমিন আহমেদ। ওই মামলায় গত ১৮ আগস্ট হাইকোর্ট থেকে জামিন নেন অপু।
এ জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল করেন রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আদালত হাইকোর্টের জামিনাদেশ স্থগিত করে দেন।