তারেক ও ফখরুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রকাশিত হয়েছে : ৬:৪৪:৩৯,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: ঢাকার একটি আদালত বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
ঢাকা মহানগর হাকিম আনোয়ার সাদাত আজ মঙ্গলবার বিএনপির এ দু’নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় আওয়ামী লীগপন্থী সংগঠন বাংলাদেশ জননেত্রী পরিষদের প্রেসিডেন্ট এবি সিদ্দিকী তারেক ও ফখরুলের বিরুদ্ধে মামলাটি করেছিলেন।