তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রকাশিত হয়েছে : ৯:২৮:৫১,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় মানহানির আরও এক মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রবিবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঢাকা জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাদি হয়ে মামলাটি করেছেন। এরই প্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এই পরোয়ানা জারি করেন।
দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় এ পরোয়ানা জারি করে আগামী ৫ ফেব্রুয়ারি গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে। শুনানিতে ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদির জবানবন্দি গ্রহণ করা হয়।
এর আগে একই অভিযোগে ঢাকাসহ সারাদেশে এ পর্যন্ত ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। এগুলোর অধিকাংশই আমলে নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বা সমন জারি করেছেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৫ ডিসেম্বর ইস্ট লন্ডনের দ্য অট্রিয়াম অডিটোরিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুকে ‘রাজাকার’, ‘খুনি’, পাকবন্ধু’ ও ‘শখের বন্দি’ হিসেবে আখ্যায়িত করেছেন তারেক রহমান।
তিনি বলছেন, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ও তার পরিবারের কোনও ভূমিকা নেই।
তিনি আরও বলেছেন, ‘লাখ লাখ মানুষ যখন যুদ্ধক্ষেত্রে, মুজিবের পরিবার তখন ইয়াহিয়া খানের পয়সায় খান সেনাদের পাহারায় নিরাপদে দিন কাটিয়েছে। আওয়ামী লীগের নেতারা কলকাতায় আর শখের বন্দি শেখ মুজিবের হাতে এরিনমোর পাইপ’।
এছাড়া আওয়ামী লীগকে দেখামাত্র ‘রাজাকার’ বলার পরামর্শও দিয়েছেন তিনি।