তারেকের বক্তব্য মিডিয়া প্রচারণা বন্ধে হাই কোর্টে রিট
প্রকাশিত হয়েছে : ১২:৫১:১৯,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক:: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বাংলাদেশের গণমাধ্যমে প্রচার না করার নির্দেশনা চেয়ে সচেতন নাগরিকের পক্ষে হাইকোর্টে এক রিট দায়ের করা হয়েছে।
মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকা লিনা।
আগামীকাল বুধবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। রিটের পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন অ্যাডভোকেট সানজিদা খানম এমপি।
তিনি বলেন, সচেতন নগরিক হিসেবে আমি রিট আবেদন টি করেছি। আওয়ামীলীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে সিনিয়র আইনজীবীরা শুনানি করবেন।
জানতে চাইলে আইনজীবী বলেন, রিটে বিবাদী করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশের গণমাধ্যমসহ সংশ্লিষ্টদের।
রিটকারী নাসরিন সিদ্দিকী লিনা বলেন, তারেক জিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তথা দেশের ফাউন্ডারের বিরুদ্ধে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছেন। তাই আমি একজন ফেরারি আসামির বক্তব্য মিডিয়ায় প্রচার না করতে আদালতের কাছে নির্দেশনা চেয়েছি। যাকে আদালত খুঁজে পাচ্ছেন না, তার বক্তব্য প্রচারযোগ্য নয়। একজন সচেতন নাগরিক হিসেবে আমি এ রিটটি দায়ের করেছি। রিটে পালাতক আসামিদের বক্তব্য প্রচার না করতে নির্দেশনা চাওয়া হয়েছে।