তারেকের বক্তব্যের জবাব সরকারের কাছে নাই
প্রকাশিত হয়েছে : ১০:৫৩:৪৭,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের যুক্তি সঙ্গত বক্তব্যের জবাব সরকারের কাছে নাই বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, তাই সরকারের লোকেরা তার বক্তব্যের যুক্তিসঙ্গত জবাব না দিয়ে গালিগালাজ করছে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবস ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, আমাদের দেশের রাজনীতিতে কিছু বেয়াদবের জন্ম হয়েছে। কিছু কিছু লোক এ সরকারের মন্ত্রী হয়ে বেয়াদব হয়েছেন। রাজনীতিতে সমালোচনা থাকবে। তবে সেটা হতে হবে যুক্তি ও ন্যায় সঙ্গত। সরকারের লোকেরা তা না করে উল্টো গালাগালি করে । এতেই প্রমাণ হয় তাদের কাছে কোনো যুক্তি নাই।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব কেড়ে নেয়া উচিৎ খাদমন্ত্রী কামরুল ইসলামের এমন বক্তব্যের জবাবে নজরুল ইসলাম বলেন, কামরুলের এর আগে বলা উচিৎ ছিল শেখ মুজিব ছিল অযোগ্য। কেননা সব মুক্তিযোদ্ধাদের সম্মতিতে শেখ মুজিবর প্রধানমন্ত্রী থাকাকালিন সময়ে জিয়াউর রহমান বীর উত্তম খেতাব পেয়েছিলেন।
এসময় তিনি কামরুল ইসলামের উদ্দেশে বলেন, কত বড় বেয়াদব হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বেয়াদব বলতে পারে।
স্বাস্থ্যমন্ত্রী নাসিমকে উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগের মন্ত্রীরা গণতন্ত্রের দল দাবি করেন কিন্তু কথার মধ্যে স্বৈরতন্ত্র। আপনারা মুখে বলবেন গণতান্ত্রিক দল কাজ করবেন বাকশালী, এটা হতে পারে না। গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি প্রয়োজনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিব।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, গণতন্ত্রের লড়াই আসন্ন। সেই লড়াইয়ে অনেককে নেতা হওয়ার সুযোগ করে দিবে। আপনাদের সে সুযোগ নিতে হবে। যে সাহসিকতার সাথে গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করতে পারবেন সে হবেন বীর।
নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায়। কারণ তারা জানে নির্বাচন হলে তারা জয়ী হবে পারবে না। সরকারের দুর্নীতি, গুম-খুনের বিচারের ভয়ে নির্বাচন দিতে চায় না। তারা চায় এমন একটি নির্বাচন যে নির্বাচনে শুধু তারা জয়ী হবে। সে কারণে ৫ জানুয়ারি নির্বাচনের নামে একটি প্রহসন ও নাটক করেছে। এই নির্বাচনের সুবাদে তারা নিজেদেরকে নির্বাচিত বলে দাবি করে এটা লজ্জাজনক।
আয়োজক সংগঠনের সহ সভাপতি অধ্যাপক ডা. রফিকুল আল কবির লাবুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।