তারেকের জন্মদিনের কেক কাটলেন খালেদা জিয়া
প্রকাশিত হয়েছে : ৫:৫১:৩২,অপরাহ্ন ২০ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে কেক কাটলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার রাত ১২টা ১ মিনিটে গুলশান রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়া ছেলের ৫০ তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন।
প্রথমে বিএনপি’র পক্ষ থেকে পরবর্তীতে, দলের অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে পৃথক পৃথকভাবে খালেদা জিয়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০ তম জন্ম দিনের আরো ৩ টি কেক কাটেন।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ^াস, প্রেস সচিব মারুফ কামাল সোহেল, মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। ১৯৬৫ সালে ২০ নভেম্বর তারেক রহমান জন্ম গ্রহণ করেন।