তারেককে ওয়ান্টেড ঘোষণা করে ইন্টারপোলের রেড এলার্ট
প্রকাশিত হয়েছে : ৮:০৩:০২,অপরাহ্ন ১৪ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমানকে ‘ওয়ান্টেড’ ঘোষণা করে তার বিরুদ্ধে রেড নোটিস জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন- ইন্টারপোল।
২১ অগাস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা ও হত্যার অভিযোগে এই ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।
ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় বিএনপির এই জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানের ছবি দিয়ে বলা হয়েছে, বাংলাদেশের বিচার বিভাগ তাকে বিচারের মুখোমুখি করার জন্য খুঁজছে।
ইন্টারপোলের ওয়েবসাইটে তারেক রহমান সম্পর্কে বলা হয়েছে, তাঁর জন্ম ১৯৬৭ সালের ২০ নভেম্বর। বয়স ৪৭ বছর। তিনি বাংলা, ইংরেজি ও উর্দু ভাষা জানেন। এতে তারেক রহমানের উচ্চতাসহ শারীরিক বিবরণও দেয়া রয়েছে।