তামিম-সাকিবের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ২:৪৯:৫৭,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা টেস্টের দ্বিতীয় দিনে বিরতির আগে ও পরে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সাকিব ও তামিমের সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪২.২ ওভারে ছয় উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩৮০ রান। ব্যাট করছেন শুভাগত হোম (১২) ও তাইজুল (৪)।
১৮০ বলে ১৩৭ রান করে সাকিব আল হাসান ওয়ালারের বলে বোল্ড হয়ে ফিরেন সাজঘরে। তার আগে সেঞ্চুরি করে তামিম আউট হওয়ার পর রান আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন মুশফিকও। সাকিবের ঠেলে দেয়া একটি বলে শর্ট রান নিতে গিয়ে সিকান্সেদার রাজার থ্রোতে উইকেট ভেঙে দিয়ে মুশফিককে রানআউটের ফাঁদে পেলেন টেইলর। পূর্ণ করার পর মাসাকাদজার বলে এরভিনের হাতে তালুবন্দী হয়ে ফিরেছেন তামিম ইকবাল (১০৯)।
এর আগে সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৯০ ওভারে তিন উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে টাইগাররা। দিন শেষে তামিম ৭৪ ও সাকিব ১৩ রানে অপরাজিত ছিলেন।
প্রথম দিনে সাজঘরে ফিরেছেন ওপেনার শামসুর রহমান (২), মুমিনুল হক (৩৫) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৫৬) রানে।
ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে দিন উইকেটে জয় তুলে তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে আছে টাইগাররা। সিরিজের দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চায় মুশফিকবাহি