তামিমের ক্যারিয়ারের ষষ্ঠ শতক
প্রকাশিত হয়েছে : ১২:৩৪:৫২,অপরাহ্ন ১২ নভেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২৭৬ রান। তামিম ইকবাল তার ক্যারিয়ারের ষষ্ঠ শতক তুলে নেন। কিন্তু সেটাকে আর বেশি লম্বা করতে পারেননি। ব্যক্তিগত ১০৯ রানে তিনি সাজঘরে ফেরেন। তামিমের পর বিদায় নিয়েছেন ইমরুল কায়েসও। ২৫৭ বলে ১৩০ রানের ঝলমলে এক ইনিংস খেলেন বাহাতি এই ওপেনার। এখন ব্যাট করছেন মুমিনুল হক (৩৭) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৪)।
এর আগে জিম্বাবুয়েকে হোয়াইট-ওয়াশ করার লক্ষ্য নিয়ে বন্দরনগরী চট্টগ্রামে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুশফিকুর রহিম।
এদিকে তামিম ও ইমরুল প্রথম উইকেট জুটিতে রেকর্ড ২২৪ রান সংগ্রহ করেন। এর আগে ২০১০ সালে প্রথম উইকেট জুটিতে তামিম ও ইমরুল মিলে ১৮৫ রান করেছিলেন।
ধারাবাহিক ব্যর্থতার পরিচয় দেওয়া শামসুর রহমানের পরিবর্তে চট্টগ্রাম টেস্টে সুযোগ পেয়েছেন ইমরুল। গত ফেব্রুয়ারিতে এই মাঠেই শতকের দেখা পেয়েছিলেন ইমরুল। তবে ব্যক্তিগত ১৯ রানে জীবন পান বাহাতি এই ওপেনার। নাতসাই এমশ্যাংউইয়ের বলে স্কয়ার লেগে ক্যাচ উঠিয়ে দেন ইমরুল।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, শুভাগত হোম, শফিউল ইসলাম, রুবেল হোসেন, জুবায়ের হোসেন লিখন।