তামিমকে নিয়ে কি বললেন মিসবাহ?
প্রকাশিত হয়েছে : ২:৫২:০৩,অপরাহ্ন ০৫ মে ২০১৫
খেলাধুলা ডেস্ক::
বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচ নিয়ে পাকিস্তানের আশা সেই গগণচুম্বিই। শেষ ম্যাচে জয় নিয়েই ঢাকা ছাড়তে চায় মিসবাহরা। তবে পাকিস্তানের অধিনায়ক এক টাইগার ক্রিকেটারকে নিজেদের হুমকি বলে মনে করেন। তিনি বলেছেন, বাংলাদেশের একমাত্র ঐ ক্রিকেটারই জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
তাই তাকে নিয়ে আমাদের বিশেষ ভাবনা পরিকল্পনা থাকবে। প্রথম টেস্টে সাকিবকে হুমকি মনে করেছিল পাকিস্তান। আর এবার সে তালিকায় রয়েছেন তামিম। মিসবাহ জোড় কন্ঠে বলেছেন, তামিমকে আমাদের আটকাতেই হবে। ওকে দ্রুত আউট করতে পারলেই আমরা ভালো করতে পারব।
পাকিস্তানের টেস্ট সেনাপতি বলেন, তামিম ভালো ফর্মে আছে। আমাদের তাকে থামাতে হবে। তাকে শুরুতেই আউট করতে হবে। পরে আবার তামিমকে আউট করতে পারবে কিনা এ নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি।
এই মূহুর্তে বাংলাদেশের প্রধান হাতিয়ার হয়ে দলের জয়ে ভূমিকা রাখছেন তামিম উল্লেখ করে মিসবাহ বলেন, শেষ টেস্টে অনেক কিছু মাথায় রেখেই পাকিস্তান মাঠে নামবে।