তামিমকে ছাড়াই বাংলাদেশের প্রথম দিনের অনুশীলন
প্রকাশিত হয়েছে : ৩:৫৮:০০,অপরাহ্ন ২৭ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে মঙ্গলবার ব্রিসবেনে প্রথম দিনের অনুশীলন শেষ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওপেনার তামিম ইকবাল ছাড়া ক্যাম্পে যোগ দিয়েছেন বাংলাদেশ স্কোয়াডের সকল ক্রিকেটার। মেলবোর্নে অস্ট্রেলিয়ান চিকিৎসক ডা. ডেভিড ইয়াংয়ের কাছে বাঁ হাঁটুর অস্ত্রোপচার করেছিলেন তামিম। সেখানে তামিম ৩টি ইনজেকশন কোর্সের তৃতীয় ও শেষটি নিয়েছেন মঙ্গলবার। ২৯ জানুয়ারি ব্রিসবেনে বাংলাদেশের ক্যাম্পে যোগ দেবেনে এই বাঁ হাতি ড্যাসিং ওপেনার।
মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান। যোগ দিয়েছেন ট্রেনার মারিও ভিলাভারায়নও।
এ দিন ২ ঘণ্টা জিম করে কাটিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এ ছাড়া ব্যাট-বলের অনুশীলনের পাশাপাশি ফিটনেসের বিষয়গুলো নিয়েও কাজ করেছেন মাশরাফি-সাকিবরা। স্থানীয় সময় সকাল ১০টায় অনুশীলনে নামে মাশরাফিবাহিনী। অনুশীলন হয়েছে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ওভাল গ্রাউন্ডে। এই মাঠেই আগামী ১ ও ৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ান একাদশের বিপক্ষে ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।