তামাবিলে ৪দিন ব্যাপী বিজিবি-বিএসএফ’র সম্মেলন’র উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১১:০৫:১৬,অপরাহ্ন ১৭ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত সম্মেলন কেন্দ্রে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর উচ্চ পদস্থ কর্মকর্তাদের মাঝে আঞ্চলিক পর্যায়ে ৪দিন ব্যাপী দ্বিপাক্ষিক বৈঠকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় তামাবিল সীমান্ত সম্মেলন কেন্দ্রে উদ্বোধন শেষে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী প্রথম দিনের বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ন এ বৈঠকে উভয় দেশের বেসামরিক নাগরিকদের অবৈধ ভাবে অনুপ্রবেশ বন্ধ করা, অবৈধ অনুপ্রবেশের দায়ে সীমান্তে নিরীহ বাংলাদেশী নাগরিকদের বিএসএফ কর্তৃক গুলি করে হত্যা বন্ধ, মাদক চোরাচালান রোধ ও সীমান্তে সকল প্রকার নাশকতা রোধসহ সীমান্ত ব্যবস্থাপনার উন্নয়ন সংক্রান্ত বিষয়াদি নিয়ে উভয় পরে মাঝে ফলপ্রসূ আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দ্বিপাক্ষিক এ আলোচনায় বাংলাদেশের পক্ষে ২২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি কুমিল্লার আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল লতিফুল হায়দার এবং ভারতের পক্ষে ২২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ মেঘালয়‘র আই.জি শ্রী সুধেশ কুমার। এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিজিবি সিলেটের সেক্টর কমান্ডার কর্ণেল জামাল মাহমুদ সিদ্দিকী, ৫বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ মাজহারুল ইসলাম, ৪১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল শাহ আলম, ৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল গোলাম মোহাম্মদ মহিউদ্দিন সহ বিজিবি’র উচ্চ পদস্থ ২২ সদস্যের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অপরদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফ’র ত্রিপুরার আই.জি শ্রী ভোলানাথ, মিজোরাম ও কাষাড়‘র আই.জি শ্রী ডি.কে উপাধ্যক্ষ সহ বিএসএফ’র উচ্চ পদস্থ ২২ সদস্যের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এর আগে সকাল সাড়ে ১০টায় ভারতীয় বিএসএফ এর প্রতিনিধি দল তামাবিল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভ্যার্থনা জানানো হয়। উল্লেখ্য যে আঞ্চলিক পর্যায় গুরুত্বপূর্ণ এ সম্মেলনটি আগামী ২০ নভেম্বর সমাপণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।