তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের অনশন
প্রকাশিত হয়েছে : ৮:৩৪:১৫,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রূপান্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে অনশন কর্মসূচি পালন করছে শ্রমিকরা।
সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।Dinajpur- তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের অনশন
প্রশাসনিক ভবনের সামনে ৭ ঘণ্টাব্যাপী অনশনে অংশ নিয়েছে ২৭০ জন শ্রমিক। এ সময় শ্রমিকরা সব ধরনের কাজ বন্ধ করে কর্মসূচিতে অংশ নেয়। দুপুর সাড়ে ১২টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল করবে শ্রমিকরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জাতীয় শ্রমিক লীগের (সিবিএ) সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়ার এ কর্মসূচির উদ্বোধন করেন।
বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক ইউনিয়নের সভ্পাতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাবিব হাসান বাংলামেইলকে জানান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রূপান্তর করতে দেয়া হবেনা। কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি বাস্তবায়ন করা হবে।
এছাড়াও বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের ফ্ল্যাসের কারণে দূরারোগ্য রোগে আক্রান্ত হচ্ছে। প্রতিটি শ্রমিকদের জন্য অ্যাস অ্যালাওঞ্চের দাবিও জানান শ্রমিক নেতারা।