তাজমহল দর্শন বাতিল, সৌদি যাবেন ওবামা
প্রকাশিত হয়েছে : ৩:৪৮:২৬,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
সৌদি আরবের বাদশা আবদুল্লাহ বিন আবদুল আজিজের মৃত্যুতে শোক জানাতে সৌদি আরব যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এজন্য ভারত সফরকালে তাজমহল দেখতে আগ্রা যাওয়ার পূর্বনির্ধারিত পরিকল্পনা বাতিল করা হয়েছে।
আগ্রার জেলা ম্যাজিস্ট্রেট পঙ্কজ কুমারকে উদ্ধৃত করে এনডিটিভি এ খবর জানিয়েছে। তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্র বা ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামীকাল রোববার তিন দিনের সফরে ভারত আসছেন ওবামা। পর দিন সোমবার দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। আর মঙ্গলবার স্বস্ত্রীক আগ্রার তাজমহল দেখতে যাওয়ার কথা ছিল ওবামার। ওবামার আগ্রা সফর বাতিল করায় এরইমধ্যে মার্কিন নিরাপত্তা দল আগ্রা থেকে চলে গেছে বলে জানিয়েছেন উত্তর প্রদেশ রাজ্যের মুখ্য সচিব নবনীত সেগাল।
মার্কিন প্রেসিডেন্ট এর আগে ২০১০ সালে আরেকবার ভারত সফরে আসলেও ব্যস্ততার কারণে তাজমহল দেখে যেতে পারেননি। তাই এবারের সফরে তার তাজমহল দর্শনের পরিকল্পনা ছিল।