তাজমহলে ভিক্ষুক ঠেকাতে নতুন আইন!
প্রকাশিত হয়েছে : ৫:৫৫:৩৮,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: বিশ্বের জনপ্রিয় পর্যটনস্থান এবং পৃথিবীর সপ্তম আশ্চর্য্যের একটি ও ভালোবাসার প্রতীক আগ্রার তাজমহলে ভিক্ষুক এবং টিকেট কালোবাজারীদের নিষিদ্ধ করার লক্ষ্যে একটি আইন পাসের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে তাজমহলে ভিক্ষুকদের অপ্রত্যাশিত সংখ্যায় উপস্থিতি ও টিকেট কালোবাজারীদের দৌরাত্ম বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মূলত এর প্রেক্ষিতেই এ বিষয়ে নতুন একটি আইন করার প্রস্তাব করেছেন ভারতের পর্যটনমন্ত্রী মহেশ শর্মা।
পর্যটন প্রতিনিধিদের সঙ্গে সম্প্রতি এক বৈঠক করেছেন মহেশ শর্মা। তাজমহলে ভিক্ষুক ও টিকেট টাউটরা পর্যটকদের কীভাবে হয়রানি করছে তা খতিয়ে দেখতে অভিযান চালানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
বৈঠকে তিনি বলেন, ‘ভিক্ষুক ও টিকেট কালোবাজারিরা যেভাবে পর্যটকদের হয়রানি করছে তা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তা কোনোভাবেই সহ্য করা হবে না।’
টাইমস অব ইন্ডিয়ার ওই প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ৭ম আশ্চার্য্য পর্যটনস্থান তাজমহলে গত কয়েক বছরে ১০ শতাংশ পর্যটক কমে গেছে। নারীসহ দর্শক ও পর্যটকদের একটি বড় অংশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট ভিক্ষুক ও টিকেট কালোবাজারীদের হাতে তাদের হয়রানির কথা অনলাইনে জানিয়েছেন।
আগ্রার ভ্রমণ সমিতি ফেডারেশনের সভাপতি রাজীব তিওয়ারি বলেন, ‘পর্যটক বিশেষ করে নারী পর্যটকদের হয়রানির বিষয়ে পর্যটন মন্ত্রী অনেক বেশি সতর্ক। এ ব্যাপারে তিনি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, পর্যটকদের হয়রানি বন্ধে নতুন এই আইন বাস্তবায়ন করা হবে।’