তপুকে নিয়ে ফেসবুকে তাহসান যা বললেন
প্রকাশিত হয়েছে : ১১:৩৭:১৩,অপরাহ্ন ২৬ ফেব্রুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক::
সংগীতশিল্পী তাহসান তার ফেসবুকে তরুণ এক সংগীতশিল্পীকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘প্রায় চার বছর আগে এক প্রতিভাবান ছেলের অ্যালবামের কাজ শুরু করেছিলাম। মাঝপথে বন্ধ করে দিয়েছিলাম কারণ অডিও কোম্পানিরা বলছিল ছেলেটার নাম না বদলালে নাকি কেউ অ্যালবাম বের করবে না। ছেলেও অনড়। তাই অর্ধেক কাজ হয়েই পড়েছিল। কিন্তু অবশেষে অনেক কষ্টের পর ছেলেটা অ্যালবাম প্রকাশ করল কদিন আগে। একেবারেই কমার্শিয়াল কোনও ব্যাপার নেই গানগুলোতে। আমি শুধু পিয়ানো বাজিয়েছি, বাকি সবই ওর কাজ।
তিনি অারও জানান, তার প্লে লিস্টে চলছে ‘আকাশী রঙের আকাশ’ আর ‘জলরঙ’ গানদুটো। তাহসান জানান, তরুণ এই শিল্পীর নাম জন তপু। তার ‘কিছু কথা’ শিরোনামের অ্যালবামটি দিন কয়েক অাগে লেজার ভিশন বের করেছে।
উল্লেখ্য, জন তপুর নামটি মিলে যায় ‘একপায়ে নূপুর’খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী তপুর সঙ্গে। তিনি অভিনয় করেছেন ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবিতেও। অার জন তপু সংগীত নিয়েই এগিয়ে যেতে চান…।