তথ্য প্রবাহের গুরুত্বপূর্ণ মাধ্যম অনলাইন
প্রকাশিত হয়েছে : ৬:৪৭:৩৬,অপরাহ্ন ২৭ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: তাৎক্ষণিক তথ্য প্রবাহের জন্য অনলাইন সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ মাধ্যম বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ মাধ্যমের শৃঙ্খলার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার জন্য আইন-নীতিমালা থাকলেও অনলাইন সংবাদমাধ্যমের জন্য এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া যায়নি। অনলাইন কীভাবে সংবাদ প্রকাশ করে তা মনিটরিং করতে পারছি না।
যেসব অনলাইন গণমাধ্যম কাজ করছে তার জন্য কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা বিষয়টি বিবেচনা করে দেখবো বলেও জানান তথ্যমন্ত্রী।
সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজনে সংগঠনের কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় এক সংলাপ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সংলাপে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সমসাময়িক বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন তিনি।
সংলাপের শুরুতে সূচনা বক্তব্যে তথ্যমন্ত্রী আরো বলেন, গণতন্ত্রের সমস্যা থাকলে গণমাধ্যমের সমস্যা হয়। গণতন্ত্র যেমন বাধা পেরিয়ে এগিয়ে যায়, গণমাধ্যম একই পন্থায় এগিয়ে যায়।
বিএসআরএফ’র সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে এতে আরো উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমেদ প্রমুখ।