ঢামেকেও প্রতারক চক্র!
প্রকাশিত হয়েছে : ৮:৩৯:১৯,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এক রোগীর কাছ থেকে ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক চক্রের এক সদস্য। প্রায় দুই মাস আগে রাজিয়া বেগম (৩২) নামের ওই রোগীর কাছ থেকে টাকা হাতিয়ে নেয় প্রতারক নুরুজ্জামান।
শুক্রবার সকালে নুরুজ্জামানকে হাতেনাতে আটক করে ঢামেক কর্তৃপক্ষ।
রাজিয়া জানান, তার স্বামীর নাম আবদুল জলিল ব্যাপারী। সাভারের ফুড নগর এলাকায় তারা বসবাস করেন। নাক-কানে সমস্যা থাকায় কিছুদিন যাবত ঢামেকে ভর্তি রয়েছেন। দুই মাস আগে চিকিৎসার জন্য তিনি ঢামেকে আসেন। শারীরিক পরীক্ষা-নীরিক্ষার জন্য চানখারপুল এলাকায় যান। ওই সময় প্রতারক চক্রের সদস্য নুরুজ্জামান তাকে টার্গেট করেন। তিনি তাকে (রাজিয়া) একটি স্বর্ণের বার দেখিয়ে বলেন যে বিপদে পড়ায় তিনি এটা বিক্রি করতে চান। রাজিয়া ২৫ হাজার টাকা দিয়ে স্বর্ণের বারটি কিনে নেন। এরপর সোনার দোকানে নিয়ে তা পরীক্ষা করে দেখেন বারটি পিতলের ছিল।
আজ সকালে ওষুধ কেনার জন্য রাজিয়া হাসপাতাল গেটে গেলে নুরুজ্জামানকে দেখতে পেয়ে চিৎকার দেয়। এরপর আশে পাশের লোকজন নুরুজ্জামানকে ধরে ঢামেক পুলিশে দেয়।
ঢামেক পুলিশ ইনচার্জ এএসআই হায়হার আলী জানান, নুরুজ্জামানকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।