ঢাবি ও জবির ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার অপেক্ষায়
প্রকাশিত হয়েছে : ৭:২৭:৫৬,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: রাজপথে ছাত্র আন্দোলনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে শিগগিরই ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হবে।
নতুন কমিটি গঠনের লক্ষ্যে যাচাই-বাছাই শেষ পর্যায়ে নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান।
কমিটি পুর্ণাঙ্গ হবে নাকি আহ্বায়ক কমিটি করা হবে এ প্রসঙ্গে জানতে চাইলে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি পুর্ণাঙ্গ কিংবা আহ্বায়ক কমিটি করা এ দুই ধরণের বিষয়েই আলাপ আলোচনা হচ্ছে।
তিনি বলেন, পুর্ণাঙ্গ কমিটি ঘোষণায় যদি দলের সঠিক নেতৃত্ব বের করা যায় তাহলে পুর্ণাঙ্গ কমিটি গঠন করতে কেন্দ্রের কোনো প্রতিবন্ধকতা থাকবে না। আর যদি নেতৃত্বে প্রতিযোগীতা থাকে তাহলে সেক্ষেত্রে আগামী দিনের আন্দোলনকে সামনে রেখে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হতে পারে। যাতে করে রাজপথের আন্দোলনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে।
ছাত্রদল দফতর সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুটি শাখারই ছাত্রদলের কমিটির মেয়াদ শেষ হয়েছে। তাই দেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে পর্যায়ক্রমে সারাদেশের মেয়াদ উর্ত্তীণ কলেজ, বিশ্ববিদ্যালয় গুলোর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর জাতীয়তাবাদী ছাত্রদলের ২০১ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে।