ঢাকা-সিলেটের ট্রেন যোগাযোগ স্বাভাবিক
প্রকাশিত হয়েছে : ৭:০০:২৬,অপরাহ্ন ৩০ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: প্রায় সোয়া এক ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
রবিবার সকাল পৌনে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ফেনী রেলওয়ের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ফেনীর শর্শীদি এলাকায় রেল লাইনের উপর পাথরবোঝাই ট্রাক বিকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এতে চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ও মাজহার উদ্দিন স্পেশাল ট্রেন দু’টি শর্শীদি এলাকায় আটকা পড়ে।
পরে বিকল ট্রাকটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।