ঢাকা মেডিকেল থেকে চকবাজার থানায় আলাল
প্রকাশিত হয়েছে : ১০:২২:৩১,অপরাহ্ন ০১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: সুস্থ বোধ করায় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে ঢাকা মেডিলে কলেজ থেকে চকবাজার থানায় নেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে আলালকে গ্রেফতার করা হয়। সেখান থেকে রিমান্ড চলাকালীন অসুস্থ হয়ে যাওয়ায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।