ঢাকা জজকোর্টে লিফট ছিড়ে বিচারকসহ আহত ১৪
প্রকাশিত হয়েছে : ১২:৩৯:৫৪,অপরাহ্ন ০৭ মার্চ ২০১৯
নিউজ ডেস্ক:: রাজধানীর পুরান ঢাকার জজকোর্টের ছয়তলা ভবনের একটি লিফট উপর থেকে নিচে ছিঁড়ে পড়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনায় ৮ জন আহত হয়েছেন। তবে আহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আহতরা।
ডিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মহানগর দায়রা জজকোর্টের ছয়তলা ভবনের একটি লিফট উপর থেকে নিচে ছিঁড়ে পড়ে। এতে ৮ জন আহত হয়। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।