ঢাকা ছাড়ছে বাংলাদেশ-পাকিস্তান
প্রকাশিত হয়েছে : ২:৪৩:০৮,অপরাহ্ন ২৫ এপ্রিল ২০১৫
স্পোর্টস ডেস্ক::
ওয়ানডে এবং টি-টোয়েন্টি শেষ হলো এবার টেস্টে মনোনিবেশ করার পালা মুশফিক-সাকিবদের। খুলনায় সিরিজের প্রথম ওয়ানডে খেলতে আজ বিকেলেই ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ এবং পাকিস্তান দল। খুলনায় পৌছেই নগরীর হোটেল সিটি ইন এ থাকবেন।
রোববার থেকে মাঠে অনুশীলনে নামবে দু’দলেরই খেলোয়াড়। আগামী ২৮ তারিখ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট।
অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হচ্ছে খুলনায়। তাই এ ম্যাচকে ঘিরে খুলনায় বিরাজ করছে উৎসবের আমেজ। সেই সঙ্গে নিরাপত্তার চাঁদরে মুড়ে ফেলা হয়েছে খুলনাকে।
সূত্র : প্রিয়.কম