ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ!
প্রকাশিত হয়েছে : ১১:২৯:৩১,অপরাহ্ন ০৪ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেলস্টেশন এলাকায় প্রচণ্ড সূর্যতাপে রেললাইন বেঁকে গেছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঢাকা ও চট্টগ্রামগামী চারটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সোয়েব আহমেদ , প্রচণ্ড সূর্যতাপের কারণে ব্রাহ্মণবাড়িয়ার গঙ্গাসাগর রেলস্টেশন এলাকায় রেললাইনের বেশ কিছু অংশ বেঁকে যায়। ফলে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ার ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস কসবার ইমামবাড়ি রেলস্টেশনে এবং চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ও কর্ণফুলী এক্সপ্রেস আখাউড়া রেলস্টেশনে আটকা পড়ে আছে।
বেঁকে যাওয়া রেললাইনে ঠাণ্ডা পানি ঢেলে চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে। তবে কখন নাগাদ লাইন ঠিক হবে তিনি তা নিশ্চিত করে বলতে পারেননি।