ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন রোজার আগেই
প্রকাশিত হয়েছে : ৮:২৭:৪১,অপরাহ্ন ১২ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ জানিয়েছেন, আসন্ন রোজার আগেই অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবলায়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সিইসি বলেন, ‘রোজার আগেই ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে চলতি মাসেই তফসিল ঘোষণা করা হবে।’
এর আগে নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষা মন্ত্রণালয়ের সাথে একটি বৈঠক করে। এদিকে বৈঠক শেষে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, ‘যদি নির্বাচন কমিশন সিটি করপোরেশন নির্বাচনগুলোর তফসিল ঘোষণা করে তাহলে সে নির্বাচনে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে। নির্বাচনকে সফল করতে র্যাব সদস্যরা তাদের সর্বোচ্চ দায়িত্ব পালন করবে।’