ঢাকায় ইউরোপীয় প্রতিনিধি দল : চলছে খালেদার সঙ্গে বৈঠক
প্রকাশিত হয়েছে : ৩:০৯:২২,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
ঢাকায় এসে পৌছেছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। ঢাকায় পৌছার পর আজ সন্ধ্যায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার গুলশান কার্যালয়ে গিয়েছে প্রতিনিধি দলটি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সন্ধ্যা ৬টায় এ সাক্ষাৎ তারা সাক্ষাৎ করতে আসেন।
মঙ্গলবার থেকে প্রতিনিধিদলটি ঢাকায় কাজ শুরু করবে। ৬ সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার সংক্রান্ত কমিটির ভাইস প্রেসিডেন্ট রোমানিয়ার ক্রিস্টিয়ান ড্যান প্রেদা।