ঢাকাসহ ১৪ জেলায় হরতাল চলছে
প্রকাশিত হয়েছে : ৪:৫৮:৫০,অপরাহ্ন ১২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
অবরোধের পাশাপাশি ঢাকাসহ ১৪ জেলায় ছাত্রদলের ডাকা হরতাল সোমবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে এবং দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে এ হরতালের ডাক দেয় ছাত্রদল। এছাড়া দেশের বিভিন্ন ২০ দলীয় জোটের হরতাল চলছে।
সোমবার সকাল ৭টার দিকে হরতাল ও অবরোধের সমর্থনে সাভারে বিক্ষোভ মিছিল ও ১০টি গাড়ি ভাঙচুর করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। হরতাল আওতাভুক্ত জেলাগুলো থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।
এদিকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান হরতাল সফল করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। রোববার সংগঠনের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।