ঢাকার নারায়ণগঞ্জে নিজের শর্টগানেই গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল
প্রকাশিত হয়েছে : ৮:০১:১০,অপরাহ্ন ১৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় বুধবার সকালে অবরোধের দায়িত্ব পালনের সময় অসাবধানতাবশত নিজের শর্টগানের গুলিতেই বিদ্ধ হয়েছেন জাহাঙ্গীর নামের এক কনস্টেবল।
গুলিবিদ্ধ কনস্টেবল জাহাঙ্গীর নারায়ণগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
সদর মডেল থানার ওসি এসএম মঞ্জুর কাদের পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অসাবধানতাবশত নিজের শর্টগানের গুলি ফসকে বের হয়ে জাহাঙ্গীর গুলিবিদ্ধ হয়।
পরে তাকে চিকিৎসা দিয়ে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।