ঢাকার ধামরাইয়ে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩ মুসল্লি
প্রকাশিত হয়েছে : ৬:০৫:০১,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক:
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিন মুসল্লি নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, সকালে ইজতেমাগামী একটি প্রাইভেটকার ধামরাইয়ের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় থেমে থাকা একটি মিনিবাসকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাটিভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হন।