ডোমারে হত্যা মামলার আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৯:১৯:৪২,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
নীলফামারীর ডোমারে কৃষক আব্দুল মোত্তালেব হত্যা মামলার অন্যতম আসামি মোঃ ফরহাদ হোসেনকে (২৫) গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া গ্রামে একটি সালিশ বৈঠক থেকে তাকে আটক করা হয়। ফরহাদ জোড়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত আকবর আলীর ছেলে এবং জোড়াবাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেনের ছোট ভাই।
ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মোত্তালেব হত্যা মামলার ২ নম্বর আসামি ফরহাদ জোড়াবাড়ীর বেতগাড়া গ্রামে একটি সালিশ বৈঠকে উপস্থিত রয়েছে। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ আউয়ুব হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এদিকে ফরহাদের বড় ভাই মোঃ আনোয়ার হোসেন জানান, এলাকায় তাদের ভাবমৃর্তি ক্ষুন্ন করার জন্য একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা মামলায় তার ভাইকে আসামি করে হয়রানি করছে।