ডেসকোর ট্রান্সমিটার বিস্ফোরিত হয়ে দগ্ধ ৩
প্রকাশিত হয়েছে : ৬:১৭:৩৫,অপরাহ্ন ২৭ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: রাজধানীর মিরপুরে ট্রান্সমিটার বিস্ফোরিত হয়ে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (ডেসকো) তিন কর্মচারী অগ্নিদগ্ধ হয়েছেন।
তারা হলেন- সাজ্জাদ হোসেন (১৮), রকিবুল (২৬) ও মো. জনি (১৯)। এদের মধ্যে সাজ্জাদ ও রকিবুল হেলপার এবং জনি মিস্ত্রি হিসেবে ডেসকো অফিসে কাজ করেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
ইঞ্জিনিয়ার খালেকসহ অন্যান্যরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, বিস্ফোরণে সাজ্জাদের ২২ শতাংশ, রকিবুলের ৭৬ শতাংশ ও জনির শরীরের ২৬ শতাংশ পুড়ে গেছে। রকিবুলের বর্তমান অবস্থা আশঙ্কাজনক, তবে বাকি দু’জনও আশঙ্কামুক্ত নন।