ডেমরায় হত্যা মামলার আসামি ৩ দিনের রিমান্ডে
প্রকাশিত হয়েছে : ১১:৪১:০৬,অপরাহ্ন ১৪ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:
রাজধানীর ডেমরার মসজিদের ইমাম হত্যাসহ ১২টি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার হওয়া আসামির নাম কামাল হোসেন (৩৫)।
রোববার ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম সানারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ৭ দিনের রিমান্ড আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠানো হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডেমরা থানার এসআই খায়রুল আলম জানান, গ্রেফতার হওয়া স্থানীয় সন্ত্রাসী কামাল হোসেন সানারপাড় মসজিদের ইমাম হত্যা মামলার আসামি। এছাড়াও তার বিরুদ্ধে আরো ১০/১১ টি মামলা রয়েছে। সে দীর্ঘ দিনযাবত পলাতক ছিলো। রিমান্ড আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠানো হলে বিচারক ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন। হত্যাকাণ্ড সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়াও সে কি কি অপরাধ করেছে তা জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে বলে জানান তিনি।
তার পিতার নাম চাঁন মিয়া। তার বাড়ি ডেমরার সানারপাড় এলাকায়।