ডি মারিয়ার বাড়িতে ডাকাতের হামলা
প্রকাশিত হয়েছে : ১:২৬:৫২,অপরাহ্ন ০২ ফেব্রুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক :: আর্জেন্টাইন ফুটবল ফরোয়ার্ড ডি মারিয়ার বাড়িতে থাকাকালীনই ডাকাতরা উৎপাত চালাল সেখানে৷ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা উইঙ্গার প্রেস্টবারির শেল্ফরোডের অভিজাত এলাকায় থাকেন৷ পুলিশ জানিয়েছে ডি মারিয়ার উপস্থিতিতেই ডাকাতরা তাঁর বাড়িতে হামলা করে৷ মারিয়ার বাড়ির পিছনের দিকের দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে তারা৷ সে মুহূর্তে মারিয়া তাঁর স্ত্রী ও কন্যার সঙ্গে ডিনার করছিলেন৷
বার্গলারি অ্যালার্ম বাজতেই চম্পট দেয় ডাকাতের দল৷ ঘটনায় চমকে গিয়েছেন মারিয়া ও তাঁর পরিবার৷ পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন মারিয়া৷ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৩-১ গোলে লেস্টার সিটিকে হারানোর পরেই ঘটনাটি ঘটে৷ বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ৷