ডিমের দাম ত্রিশ হাজার মার্কিন ডলার!
প্রকাশিত হয়েছে : ৯:০৬:৫৩,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক:: একটি ডিমের জন্য ত্রিশ হাজার মার্কিন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে বেভার্লি হিল এগ নামক একটি দাতা সংস্থা।
দ্য ইউসিএলএ ডেইলি ব্রুইন নামক একটি দৈনিক পত্রিকায় প্রচারিত এক বিজ্ঞাপনের সূত্র ধরে এ হলিউড ভিত্তিক একটি সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।
তবে বিজ্ঞাপনে শর্ত জুড়ে দিয়ে উল্লেখ করা হয়েছে, ‘ককেসিয়ান, বাদামী চুল, লম্বা গড়নের, উঁচু চোয়াল এবং কপাল- এ রকম দেখতে যে কেউ একটি ডিম দিয়ে জিতে নিতে পারেন ত্রিশ হাজার মার্কিন ডলার।’
আরো বিস্ময়কর ব্যপার হলো বিজ্ঞাপনের উল্লেখিত শর্ত অনুযায়ী হলিউডের অভিনেত্রীর অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গেই হুবহু মিল রয়েছে।