ডিএসএলআর ক্যামেরা এবার সিম্ফনির স্মার্টফোনে!
প্রকাশিত হয়েছে : ১১:৫৭:৪১,অপরাহ্ন ০৭ মে ২০১৫
তথ্য প্রযুক্তি ডেস্ক :: ডিএসএল ক্যামেরার বিকল্প হয়ে উঠেছে স্মার্টফোন। এটি শুধু প্রয়োজনীয় কথাই তুলে ধরে না এর পাশাপাশি জীবনের নানান অনুসঙ্গও প্রতীয়মান করে।
কেননা, ফোনেই মিলছে অধিক মেগাপিক্সেল সম্পন্ন ক্যামেরা। এমন একটি ক্যামেরা ফোন সিম্ফনির ‘এক্সপ্লোর এইচ ২০০’। এতে ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা। ফোনটিকে সেলফি স্পেশালিস্ট বললেও ভুল হয় না। কেননা, এটির ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ৮ মেগাপিক্সেল।
ফোনটির ডিসপ্লের আয়তন ৪.৭ ইঞ্চি। এতে আইপিএস এইচডি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রেজুলেশন ৭২০ গুণন ১২৮০ পিক্সেল।
এইচ ২০০ এ আছে ১.৩ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল মেমোরি। প্রয়োজনে মেমোরি বাড়ানো যাবে। ফোনটি অ্যানড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম চালিত।
ফোনটিতে জিএফএফ প্রযুক্তি রয়েছে। এটির ব্যাটারি ১৮০০ মিলিঅ্যাম্পায়ারে। কালো এবং সাদা দুইটি রঙে ফোনটি পাওয়া যাচ্ছে। এটির সঙ্গে বিনামূল্যে ফ্লিপ কভার রয়েছে। বাংলাদেশের বাজারে স্মার্টফোনটির মূল্য ১২ হাজার ৯৯০ টাকা।