‘ঠেলার নাম বাবাজী’
প্রকাশিত হয়েছে : ১২:২৮:০৫,অপরাহ্ন ২৮ মে ২০১৫
নিউজ ডেস্ক::
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসছে শুনে, বিএনপি ভারত বিরোধীতা নীতি পরিহার করেছে। বিএনপি তাদের বক্তব্য পাল্টে ফেলেছে। তারা (বিএনপি) এখন ভারত বিরোধীতা করেনা বলে প্রচার করছে।’ঠেলার নাম বাবাজী’। আজ বৃহস্পতিবার দুপুরে রাকধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।
নানক বলেন, ভারত বিরোধীতার মাধ্যমেই বিএনপির জন্ম। স্বৈরশাসক জেনারেল জিয়া, বন্ধুকের নল দিয়ে ক্ষমতা দখল করে বিএনপির জন্ম দিয়েছে। স্বধীনতা বিরোধীদের গাড়ীতে স্বাধীন বাংলার পতাকা তুলে দিয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ” বিএনপি কখনই ভারত বিরোধী রাজনীতি করে নি। ভবিষ্যতেরও করবে না”।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাংসদ ব্যারিস্টার ফজলে নূর তাপস, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, উত্তরের সভাপতি এস এম রবিউল ইসলাম সোহেল প্রমুখ।